শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৯ মার্চ রবিবার সকালে উপজেলার টিটি এ্যান্ড ডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজআমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও কে, এম, মামুন উজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী শিক্ষা কতর্মকর্তা মোঃ আক্কাস আলী ও মোঃ আকতার হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেন, প্রধান শিক্ষক সাইয়েদুল হক ও প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার প্রমূখ। এর পূর্বে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
শরণখোলার ৩২ টি ইউনিটে দূর্যোগ সরঞ্জাম হস্তান্তর
বাগেরহাটের শরণখোলায় ৩২ টি ইউনিটে দূর্যোগ সতর্কীকরন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে উন্নয়ন সংস্থা কোডেকের প্রসার প্রকল্প। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জামাদি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম, মামুন উজ্জামান। এ উপলক্ষ্যে প্রকল্প ব্যবস্থাপক গৌতম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, এসিডিআই ভোকার ইজেপিসি আশীষ কুমার ও সিপিপি কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পিসিআই’র দূর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা বিভাগের টিম লিডার খোদাদাত হোসেন সরকার ও ডি.আর.আর.টেকনিশিয়ান অবনীন্দ্র কর্মকার। কোডেকের ডিআরএম ট্রেনিং অফিসার আবু তাহের জানান, প্রতিটি সেটে মেগাফোন, রেডিও, টর্চ লাইট, প্রাথমিক চিকিৎসা ব্যাগ, রেইন কোট, উদ্ধার ব্যাগ, হ্যান্ড সাইরেন্ট, বাইসাইকেল, লাইফ জ্যাকেটসহ বিভিন্ন মালামাল রয়েছে।