মোঃ ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী নগরীতে মাদক সম্রাট মাইনুল (৩০) কে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রবিববার দুপুরে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। উক্ত মামলার গ্রেফতার দেখিয়ে গতকাল রোববার দুপুরের তাকে আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, কাশিয়াডাঙ্গা এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়িরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে র্যাবের রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের অবস্থান টের পেয়ে ব্যবসায়ি আমিনুল পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে তলাশি করে ৬০০ পিস ইয়াবার তিনটি প্যাকেট উদ্ধার করে।