মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা : জেলার সালতা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়লপাড়া বাজার থেকে ৮ মার্চ সন্ধ্যা ৬টায় সন্ত্রাসী বিপুলকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্ব মধুখালী থানা পুলিশ সদর থানা পুলিশের সহযোগিতায় বিপুলকে গ্রেপ্তার করে। গত ৩০ অক্টোবর দুপুর দেড়টায় মধুখালী উপজেলা সদরের পূর্ব গাড়াখোলা গ্রামের ব্যবসায়ী কেষ্টা লাল সরকার বাড়ী থেকে বেড়িয়ে রাস্তায় আসার সাথে সাথে সন্ত্রসী বিপুল তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করলে উক্ত ব্যবসায়ী আত্মরক্ষার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সন্ত্রাসী বিপুল কেষ্টালাল সরকারের বাম হাতের কব্জি কেটে নিয়ে উল্লাস করতে করতে পালিয়ে যায়। এ ব্যাপারে মধুখালীর সর্বস্তরের জনগন সন্ত্রাসী বিপুলকে গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ ঘটনার পর ১/১১/২০১৩ তারিখে ৩২৬/৩০৭ ধারায় আহত ব্যবসায়ীর পুত্র বিজয় সরকার বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করলেও পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারে নাই। শেষ পর্যন্তু মোবাইল ফোনের কল লিষ্ট ট্রাকিং করে ঘটনার ৪ মাস ৮ দিন পর সন্ত্রাসী বিপুলকে গ্রেপ্তার হলো। সন্ত্রাসী বিপুল এলাকায় দীর্ঘদিন মাদকদ্রব্য বিক্রি ও ছিনতাই রাহাজানির সাথে জড়িত ছিল বলে স্থানীয়দের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে।