ভোলা প্রতিনিধি : যুবদল নেতা কবির হোসেনকে আটক করার প্রতিবাদে সোমবার ভোলা সদর উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। রোববার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়া ও কেন্দ্রীয় যুবদলের সদস্য তরিকুল ইসলাম কায়েদ এ হরতালের ডাক দেন। এদিকে ,দুপুরে শহরের সদর রোডে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল করে যুবদলে নেতাকর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে থানা যুবদল সাধানর সম্পাদক কবির হোসেনকে শহরের মোল্লা পট্টি এলাকা থেকে আটক করে পুলিশ । এ ঘটনায় ভোলা সদর উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।