ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটনের দুই দেহরক্ষীকে একটি নাইম এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বন্দর থানা পুলিশ আটক করেছে । আটক রিপন বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া গ্রামের হাবি সরদারের ছেলে এবং ইমরান একই এলাকার মৃত ওমর আলীর ছেলে। এ সময় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহাহৃত একটি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
একাধিক সুত্র জানান, বেনাপোলের বহু অপকর্মের হোতা পৌর মেয়র আশরাফুল আলম লিটনের দুই দেহরক্ষী একটি নাইম এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রবিবার দুপুরে পুলিশের হাতে আটক হয়েছে। মেয়র আশরাফুল আলম লিটন এলাকায় অবস্থান করা কালে আটককৃত রিপন ও ইমরান সার্বক্ষনিক তার দেহরক্ষীর দায়িত্ব্ পালন করতো। মেয়র অন্যত্র অবস্থান করা কালে বেনাপোল বন্দর এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকতো বলে অভিযোগ রয়েছে।
এছাড়া আটক সন্ত্রাসী রিপনের নামে হাফডজন মামলা বেনাপোল বন্দর থানায় তদন্তাধীন রয়েছে বলে পুলিশের একটি সুত্র জানায়। সুত্রটি আরো জানায়, উক্ত সন্ত্রাসীদের নামে বেনাপোলের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও লুটপাটের অভিযোগ রয়েছে।
বেনাপোল বন্দর থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২ টার দিকে বন্দর অভ্যন্তরের মধ্যে বাইপাস সড়ক থেকে রিপন ও ইমরান নামে দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের নামে বন্দর থানায় একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। পরে তাদের শরীর তলাশি চালিয়ে একটি নাইম এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।