পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ৪টি হাতবোমা ও বন্দুকের ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
থানাপুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বজলুর রহমান উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত আলীমুদ্দিন সরদারের পুত্র আব্দুস সামাদ ওরফে নেজমত সরদারের বাড়ীতে অভিযান চালিয়ে বসতবাড়ীর পিছনে কবুতরের খুপড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি হাতবোমা ও বন্দুকের ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় আব্দুস সামাদের পুত্র আব্দুল হালিমকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে এলাকাবাসী জানিয়েছে। এব্যাপারে এসআই বজলুর রহমান জানান উদ্ধারকৃত ৪টি ককটেল ও বন্দুকের কার্তুজ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিপক্ষ কেউ কাউকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
পাইকগাছায় ১৯ দলীয় জোটের চেয়ারম্যানপ্রার্থী স.ম বাবর আলীর পক্ষে জেলা ও মহানগর ছাত্রদলের গনসংযোগ
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীর পক্ষে গনসংযোগ করেছেন জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. আবু সাঈদ ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির নেতৃত্বে নেতৃবৃন্দ রোববার দিনভর পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী, পৌর বাজার, চিংড়ী বিপনন কেন্দ্র, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতিসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন-মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিয়াজ সাঈদ, বিএনপি নেতা মেছের আলী সানা, থানা ছাত্রদলের ইমরান সরদার, খালিশপুর থানা ছাত্রদল নেতা ময়নুদ্দিন নয়ন, বিএল কলেজ ছাত্রনেতা এসএম আয়ুব আলী, এসএম মুন্না হোসেন, ওজিয়ার রহমান, হেদায়েতউলাহ দিপু ও নোমান।
দূর্নীতিকে যাদুঘরে রাখার দৃঢ় শপথ নিয়ে পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থী আবদার রশীদের নির্বাচনী প্রচার-প্রচারণা
ক্ষুদা, দারিদ্রমুক্ত উপজেলা গড়া ও দূর্নীতিকে যাদুঘরে রাখার দৃঢ় শপথ নিয়ে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বাস্তব প্রতিষ্ঠা করণ পার্টির (স্বঘোষিত) প্রতিষ্ঠাতা সভাপতি কবি জিএম আবদার রশীদ রবি। তিনি প্রতিদ্ব›িদ্ব ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নিজেকে কবি, লেখক, নৃঃবিজ্ঞানি, ডাক্তার, সাংবাদিক, আইনপ্রনেতা, বিশ্বরত্ম, দেশরত্ম, ভেটেনারী, সার্ভেয়ার, টাইপিষ্ট, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তসহ অসংখ্য গুনে গুনাম্বিত দাবী করে নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে (চিংড়ী মাছ) প্রতীকে ভোট প্রার্থনা করছেন। উলেখ্য চলতি উপজেলা নির্বাচনে প্রতিটা প্রার্থীর প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কাজে কর্মী সমর্থকরা থাকলেও চেয়ারম্যান কবি আবদার রশীদ নিজেই নিজের কর্মী, নিজেই প্রচারম্যান। এমনকি নিজের প্রতীকের পোষ্টারগুলো নিজেই বিভিন্ন স্থানে টাঙ্গিয়ে দিচ্ছেন। তিনি যখনই কোথায় পোষ্টার লাগাচ্ছেন অথবা কোথাও বক্তব্য দিচ্ছেন তখন তার বক্তব্য শোনার জন্য উৎসুক জনতা সেখানেই ভীড় জমাচ্ছে। সবমিলিয়েই প্রতিদ্ব›িদ্ব এ প্রার্থী নির্বাচনী এলাকার মানুষের আনন্দের খোরাক হয়ে দাড়িয়েছে।