নরসিংদী প্রতিনিধি : বিশ্ব নারী দিবস উপলক্ষে রবিবার দুপুরে শিবপুর উপজেলার কামরাব সামু ভূইয়ার বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শিবপুরের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। প্রধান অতিথির ভাষণে সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বাংলাদেশের নারী সমাজ এখন আর পিছিয়ে নেই। দেশের সরকারী, আধাসরকারী ও বেসরকারী সেক্টরে কমবেশী দেড় কোটি নারী এখন পেশাজীবি হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি তথা রাষ্ট্রীয় ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেয়ার পর দেশের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহনের দ্বার উন্মোচিত হয়েছে। দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প ও সংস্কৃতিসহ সকল ক্ষেত্রেই নারীদের প্রাধান্য বেড়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, কুটনীতিতে নারী, সাংবাদিকতায় নারী, বিচারপতি নারী, সামরিক কর্মকর্তা নারী, পুলিশ কর্মকর্তা নারী, সচিব নারী, ভাইস-চ্যাঞ্চেলর নারী, আইনজীবি নারী, খেলাধুলায় নারী এবং ব্যবসা ক্ষেত্রে নারী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নারীরা কাজ করছে। এখন ব্যাংকিংসহ আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রেও নারীরা এগিয়ে আসছে। নারীদের বর্তমান অবস্থান প্রমান করে যে বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের এই প্রগতি কেউ রোধ করতে পারবে না। কামরাব যুবসমাজ আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন সরকার, শেখ কামাল, আবু সাইদ। সভাপতিত্ব করেন আইয়ূবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সরকার।
এর আগে এমপি সিরাজুল ইসলাম মোল্লা ইটাখোলা শিক্ষার আলো একাডেমী, শিবপুর পাইল বালিকা উচ্চ বিদ্যালয়, ঘাসিরদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং নোয়াদিয়া বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।