ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয় উপজেলার আমুয়া বন্ধর লঞ্চঘাটের পল্টুনটি ৭ দিনেও উদ্ধার হয়নি। ৭ দিন পূর্বে এ পল্টুনটির তলদেশ ছিদ্র হয়ে ভিতরে পানি ডুকে হলতা নদীতে ডুবে যায়। ফলে এক সপ্তাহ যাবৎ চরম দূর্ভোগে পরে যাত্রী ও ব্যবসায়ীরা। ঢাকা, বরিশাল ও বরগুনা সহ দক্ষিন অঞ্চলগামী সকল নৌজান গুলো নদীর চড়ে ভিরতে হচ্ছে। চড়ের পানি ও কাদা ভেঙ্গে অতি কষ্টে উঠা নামা করতে হচ্ছে যাত্রীদের। গত দুই দিন যাবৎ বি আই ডবি¬উ টি এ কতৃপক্ষের উদ্ধারকারী জাহাজ চেষ্টা করে ও পল্টুনটি উদ্ধার করতে পারেনি। কতৃপক্ষ জানান, পল্টুনের তলদেশে বড় ধরনের ফাটল থাকায় ভিতরে ঢোকা পানি অপসরন করা যাচ্ছেনা। তাই এটি উদ্ধারে আরও দুই তিন দিন সময় লাগতে পারে।