চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোয়ালমারি ও জয়রামপুর এলাকা থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আব্দুল মজিদ (৪৫) ও বাবু (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ অভিযানে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বোয়ালমারি গ্রামের মুসাব শেখের ছেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আব্দুল মজিদ ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের তক্কেলের ছেলে বাবুকে আটক করে।
দামুড়হুদা থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, আটককৃত মজিদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে মুজিবনগরে ট্রিপল মার্ডার, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চুয়াডাঙ্গায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাসহ গ্রেফতার-২