ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচন : হাড্ডা-হাড্ডি লড়ায়ে আ,লীগ ও জামায়াত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ

Chuadanga Damurhuda  Awamilig Azad Chuadanga Damurhuda  BNP Fazlu Chuadanga Damurhuda  BNP Liakat Ali Shah BNP Damurhuda Azizur Rahman (Jamat) 25.02.14 - Copyচুয়াডাঙ্গা প্রতিনিধি :  আসন্ন দামুড়হুদা উপজেলা নির্বাচনের আর মাত্র ৫ দিনবাকি শেষ মুহুর্তে প্রার্থীরা তাদের নিজ নিজ দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে রাত দিন সাধারন ভোটারদের দ্বারে-দ্বারে ভোট নিজের পক্ষে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন অলি গলি প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। দুপুরের পর থেকে চলছে প্রার্থীদের মাইকে প্রচার প্রচারনা। মুখরিত হয়ে থাকছে চায়ের দোকানে দোকানে চলছে ভোটের হিসাব নিকাশ আর আলোচনা-সমালোচনার ঝড়।
নির্বাচন যতোই এগিয়ে আসছে প্রর্থীদের ব্যস্ততা ততোই বাড়ছে। এবারের নির্বাচনে আ: লীগ ও জামায়াতের প্রার্থীরা সুবিধা জনক অবস্থায় রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। এই উপজেলা চেয়ারম্যান পদে আ,লীগ ও জামায়াতের একক প্রার্থী রয়েছে। অপর দিকে বিএনপি রয়েছে অনেকটা অবিভাবকহীন অবস্থায়। দলটিতে রয়েছে দীর্ঘ দিনের গ্রপিং একটি হলো সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হাজি মোজাম্মেল হক গ্রæপ ও প্রায়ত সাবেক সংসদ সদস্য সহিদুল ইসলাম এর সহোদর কেন্দ্রীয় নেতা ওহিদুল ইসলাম বিশ্বাস। এই দল থেকে মোট ৭জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। সর্বশেষ ৪ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেও বর্তমান নির্বাচন করছেন ২ জন। এর মধ্যে বিএনপির একাংশের জেলা-সহসভাপতি (প্রথম) সাবেক উপজেলা চেয়ারম্যান চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সেক্রেটারি ফজলুর রহমান, ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ। এপর দিকে বিএনপির প্রার্থী ইজাজুল হক মিরাজ তার মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করলে আবেদনের জটিলতার কারনে তার প্রার্থীতা বহাল থাকলেও তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছে। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অতি সম্প্রতি বার বার চেষ্টা করেও একক প্রর্থী নির্ধারনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। একক প্রর্থী ঘোষনা করা হলে ২ প্রার্থী নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে প্রেস কনফারেন্স করে নিজ নিজ অবস্থানে থেকে নির্বাচন করছেন। এ অবস্থায় আ,লীগ ও জামায়াতের একক প্রার্থী থাকায় তারা অনেকটায় সুবিধা জনক অবস্থায় রয়েছে। সাধারন ভোটারদের ধারনা বিএনপির একক প্রার্থী না হওয়ায় তাদের দলীয় ভোট অনেক ভাগাভাগি হয়ে যাবে। ফলে তাদের কিছুটা হলেও পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আ, লীগের এক দিকে একক প্রার্থী তা ছাড়াও সরকারী দল হিসাবে এলাকায় অনেক উন্নয়নমুলক কাজ করেছে সে হিসাবে আ,লীগ প্রার্থী আজাদুল ইসলাম আজাদের জয়ের সম্ভাবনা রয়েছে। পিছিয়ে নেয় জামায়াত। একক প্রার্থী ছাড়াও নির্বাচনী এলাকায় জামায়াতের কিছু কিছু ভোট ব্যাংক রয়েছে সেই হিসাবে চেয়ারম্যান পদে হাড্ডা হাড্ডি লড়ায় হবে আ, লীগ, জামায়াত প্রার্থীর মধ্যে।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৪ জন এর মধ্যে আ,লীগের একক প্রার্থী দামুড়হুদা সদর ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি সমর্থিত হাবিবুর রহমান বুলেট ,ও প্রভাষক আবুল হাশেম ও জামায়াত সমর্থিত আব্দুল কাদের। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান রওশন আকবর লাইলী ও বিএনপি সমর্থিত ছালমা জাহান পারুল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!