মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের সম্মুখ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় আবেদ আহমদ (৩৮)নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৩টায় রাউৎগাও ইউনিয়নের সস্মুখে কুলাউড়া-রবিরবাজার সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমঝুপ বাজারের হেলথ কেয়ার ফার্মেসির সত্ত¡াধিকারী ডাঃ আবেদ দুপুরে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাউৎগাঁও ইউনিয়নের সস্মুখে পৌছলে পেছন থেকে একটি কালো রংয়ের দ্রæতগামী মাইক্রোবাস তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আবেদ রাউৎগাঁও গ্রামের বাসিন্দা মৃত মোঃ আব্দুল মান্নানের ৪র্থ পুত্র ও ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ আব্দুল হাইয়ের ছোট ভাই।
এদিকে, ডাঃ আবেদের নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ২ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।