ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে সনাকের আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৫:২৪ অপরাহ্ণ

TIBতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : নারীর সমতাভিত্তিক উন্নয়নে চাই সুশাসন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধ এই শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল­ার উদ্যোগে নেউরা এম আই উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রর্দশণী অনুষ্ঠিত হয়। ইয়েস দলনেতা মোঃ শরীফুল ইসলামের উপস্থাপনায় নেউরা এম আই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন শরীফ-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য দিলনাশিঁ মোহসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক এবং সনাক সদস্য বদরুল হুদা জেনু, সনাক সহ-সভাপতি আলী আকবর মাসুম, রোকেয়া বেগম শেফালী, স্বজন সদস্য আয়েশা আক্তার, বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সদস্য গিয়াস উদ্দিন (বেলাল), মোস্তফা কামাল, অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী শারমীন আক্তার। সনাক সভাপতি আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খান উপস্থিত প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর সমান অধিকারকে সামনে নিয়ে ১৯০৯ সালে আমেরিকায় প্রথম আন্দোলনের সূচনা হয়েছিলো নারী শ্রমিকের ন্যায্য মজুরী, শ্রমঘণ্টা নির্ধারণ ও ভোটাধিকারের দাবিতে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে প্রথম নারীর অধিকারকে সমুন্নত রাখতে এবং নারীর সমমর্যাদা প্রতিষ্ঠাকল্পে জাতিসংঘ বছরটিকে ‘নারী বছর’ ঘোষণার পাশাপাশি ৮ মার্চ বিশ্বব্যাপী নারী দিবস উদ্যাপন করে। দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই থেকে প্রতিবছর ৮ মার্চ বিশ্বব্যাপী একটি নির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। এবছর নারী দিবসে টঘ UN Women ঘোষিত প্রতিপাদ্য “নারীর সমান অধিকার সকলের উন্নয়নের পূর্বশত (Equality for women is progress for all))। এ ছাড়াও বক্তারা বলেন, নারী-পুরুষের সমতা মৌলিক ও মানবাধিকার হিসেবে স্বীকৃত। নারী-পুরুষসহ সকল ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণির মানুষের সমতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সংবিধানের প্রারম্ভসহ ২৭ থেকে ২৯ অনুচ্ছেদে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে। বিশেষ করে ২৮(২) অনুচ্ছেদে পুরুষের পাশপাশি রাষ্ট্রীয় ও প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

সভাপতির বক্তব্যে নেউরা এম আই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন শরীফ বলেন, নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে। নারীরা আজ আর পিছিয়ে নেই। এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সনাক কুমিল­াকে ধন্যবাদ জানান।  আলোচনা সভায় সনাক-কুমিল­া ইয়েস সদস্যবৃন্দ নারী দিবসের ধারণাপত্র বিলি করেন। আলোচনা সভা শেষে  নারী দিবস উদযাপন উপ-কমিটির আহŸায়ক এবং সনাক সদস্য বদরুল হুদা জেনু কবিতা আবৃত্তি এবং সনাক সদস্য দিলনাশিঁ মোহসেন ও স্কুরের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেউরা এম আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, স্বজন সদস্য সুমন ভৌমিক মৃত্যুঞ্জয়, মোঃ আবদুস সালাম, মোঃ রেজবাউল হক রানা, এন.কে রিপন, ইয়েস সদস্য সালমা আক্তার, দেবব্রত দাস, মোঃ দিদারুল ইসলাম তুহিন, মোঃ যোবায়ের হোসেন তুহিন, সুশান্ত চক্রবর্তী, কামরুল হাসান চৌধুরী সীমান্ত, ইয়েস ফ্রেন্ডস্ গ্র“পের সদস্য মোঃ খাইরুল আমিন এবং নেউরা এম আই উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!