অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় নারীদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ দেখতে নদীর দু’তীরে হাজারো উৎসুক জনতার সমাগম ঘটে। শনিবার সকালে উপজেলার পয়সারহাট নদীর তীরবর্তী কদমবাড়ি গ্রামের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গ-এর আয়োজনে ও জার্মানের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবসে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৬০জন নারীদের নিয়ে গঠিত ১৪টি দল অংশগ্রহণ করে। সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর ইয়াসমিন বলেন, পুরুষের চেয়ে নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীরা ৫২’র ভাষা আন্দোলন, ’৭১-র মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেও সমাজে অবহেলিত রয়েছে। আমরা নারীরা আর পিছিয়ে থাকতে চাইনা, চাই সম অধিকার। এ অধিকার আদায়ের অংশ হিসেবেই নারীদের সমন্বয়ে আমরাই নারীদের নৌকা বাইচের আয়োজন করেছি। নৌকা বাইচে অংশগ্রহণ করে প্রথমস্থান অধিকার করে ঊষা অধিকারীর গোলাপ দল, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলমালা রায়ের বেলী দল, তৃতীয় স্থান অধিকার করেছে সরস্বতী জয়ধরের জুঁই দল। গোলাপ দলের সভানেত্রী উষা অধিকারী বলেন, ‘বিশ্বের যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার গড়েছেন নারী অর্ধেক তার নর’ এ বাক্যকে পূর্ণরায় বাস্তবে রূপান্তরিত করতেই আমরা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বেলা সাড়ে ১০টায় নারী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পয়সারহাট নদীর পাড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, কানাডা এম্বেসীর প্রধান রুদজুম্বন, আমেরিকার প্রতিনিধি লুচিয়া, স্থানীয় সমাজসেবক অনন্ত কুমার অধিকারী, আবুল বাশার হাওলাদার, মো. জয়নাল মিয়া, জগদীশ অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা সুভাষ সমদ্দার। প্রতিযোগিতার বিজয়ী তিনটি দলকে রঙীন ও এলসিডি টিভি এবং অন্যান্য দলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।