শেরপুর প্রতিনিধি : মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো শেরপুরের বয়ড়া পরানপুরে ২৫০ শয্যার বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ‘জিনোম মেডিকেল কলেজ’।
৭ মার্চ দুপুরে মিলাদ মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক। স্থানীয় প্রবীণ জিন্নত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন, অধ্যাপক রেজাউল হাসান খসরু, অধ্যাপক মনিরুল ইসলাম, বিজয় টিভির সাংবাদিক ও সাপ্তাহিক জয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জি এম বাবুল, ডা. আব্দুর রেজ্জাক (অব.) পশু চিকিৎসক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম সাইদুর রহমান।
অধ্যাপক ডা. আফরোজা বেগম শীলা’র মালিকানায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে রয়েছে আধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা।