কেশবপুর (যশোর) প্রতিনিধি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের কেশবপুরে মহাজোটের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে শনিবার সকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাজোটে মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম আমির হোসেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় পার্টির নেতা আব্দুল লতিফ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নাছিমা আক্তার সাদেক। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ওয়ার্কাস পার্টির জেলা নেতা কমরেড অ্যাড. আবু বক্কার সিদ্দীক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্্যাড. আব্দুল মজিদ, মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপিকা রেবা ভৌমিক, তপন কুমার ঘোষ, যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টিসহ মহাজোটের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।