রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিনে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট এর উদ্যোগে নয়াচর উত্তর কৃষকদলদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আ’লীগ সভাপতি আব্দুস সালাম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকদের আধুনিক জাত সম্প্রসারন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আখরুজ্জামান।
প্রায় শতাধিক কৃষকদের নিয়ে মসুর ডালের প্রদর্শনী মাঠ দিবসে আধুনিক প্রযুক্তিগত ভাবে বিভিন্ন ফসলের চাষ এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি বাড়াতে বিষদ ভাবে আলোচনা করেন কৃষি কর্মকর্তা। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও মনিরুজ্জামানও আলোচনায় অংশ নেন।