মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহকর্তাকে স্ত্রী ও মেয়ে কর্তৃক খুনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের বালুকা পাড়ায় গত ৩ মার্চ সোমবার রাতে মৃত ইয়াদ আলীর পুত্র ওসমান গণিকে (৫০) তার স্ত্রী মোরশেদা ও মেয়ে রেশমা আক্তার বুলবুলি মারপিটে হত্যা করে বলে স্থানীয়দের ধারণা। বিয়ের পর প্রায় ২৫ বছর ধরে ওসমান গণি ওই বাড়িতে ঘর জামাতা হিসাবে বসবাস করে আসছিল। সংসারে অভাব-অণটনের কারণে প্রায়ই ওসমান গণির সাথে তার স্ত্রী ও মেয়ের মধ্যে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিন রাতে স্ত্রী মোরশেদা এবং মেয়ে রেশমা আক্তার বুলবুলি গণি মিয়াকে হাত-পা বেঁধে শারিরীক নির্যাতন চালালে তার মৃত্যু হয় বলে জানা যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ৪ মার্চ মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে।