নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাব উপজেলা সমকাল প্রতিনিধি শেখ আঃ জলিলের পিতা, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ দারুগ আলী মেম্বার (৯০) গতকাল বুধবার সকাল সাড়ে ৫ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিয়ুন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। একই দিন বিকেলে নামাজে জানাযা আমলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। তিনি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু হানিফের পিতা। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ এডঃ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দার রউফ সরদার, কেন্দ্রীয় যুবলীগের উপশিক্ষা ও পাঠাগার সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাউছার ই আলম, বেলাব প্রেসক্লাব, বেলাব মুক্তিযোদ্ধা কমান্ড, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়ার সুলতানা, নরসিংদী প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ গভীল শোক প্রকাশ করেছেন। পরে তাকে পারিবারীক কবরস্থানে দাফন করা হবে।