ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইলে ৮দিন ব্যাপী সুলতান মেলার সমাপ্তি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৬, ২০১৪ ১০:২২ পূর্বাহ্ণ

2নড়াইল প্রতিনিধি : নড়াইলে শেষ হল ৮ দিন ব্যাপী সুলতান মেলা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলাটি আয়োজিত হয়। শিল্পী এস এম সুলতানের নামে প্রবর্তিত ‘সুলতান পদক’ প্রদানের মাধ্যমে আজ রাতে (৪ঠা মার্চ মঙ্গলবার ) এ মেলার সমাপ্তি ঘটে।
এ বছর সুলতান পদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ফাইন আর্টস্’ বিভাগের শিক্ষক চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম। সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার এমপি পদকটি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আঃ গাফ্ফার খাঁন, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোঃ মনির হোসেন, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, প্রফেসর আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুুল সাদী, চারণ কবি রওশন আলীসহ সুলতান ভক্তরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এর উদ্বোধনে গত ২৫ ফেব্রæয়ারী বিকাল ৪ টায় শুরু হওয়া আটদিনব্যাপি এ মেলাটি আজ শেষ হল।
গ্রামীনফোন ও মাইওয়ানের পৃষ্ঠপোষকতায় ৮ দিন ব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, ডাংগুলি, এক্কাদোক্কা, মোরগ লড়াই, হা-ডু-ডু, দড়ি লাফ, কুস্তি, কাবাডি (মহিলা),ষাড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, ভলিবল, হ্যান্ডবল, দাড়িয়াবান্দা, বৌচি , নাটক, বাউল গান, জারিগান, কবিগান, সুলতান পদক প্রদান, পুরস্কার বিতরণী, আধুনিক গান ও নৃত্য এবং সমাপনী অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন সুলতানের জীবন ও কর্মের উপর সেমিনার ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে তোলে। নড়াইলের ৪৫ টিরও বেশী সাংস্কৃতিক সংগঠনসহ কুষ্টিয়ার লালন একাডেমী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এ মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সুলতান ভক্তদের পদচারণায় নড়াইল এক উৎসবের নগরীতে পরিণত হয়। নানা রকম সামগ্রীর শতাধিক স্টলে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। বিক্রিও ছিল জমজমাট। বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা ও সুলতানের চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা নতুন প্রাণে উজ্জিবিত হন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরা শিল্পী এস এম সুলতানের জীবনী ও চিত্রকর্ম সম্পর্কে নতুন করে ধারণা পেয়েছেন বলে জানান মেলায় আগত রোহাদ তোফাজ্জেল ঝলক নামে এক তরুণ দর্শক। প্রতি বছর শিল্পী এস এম সুলতানের জন্মস্থান নড়াইলে তার জন্মবার্ষিকী আড়ম্বরপূর্ণ ভাবে পালন করা হয়ে থাকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!