নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৫ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আশরাফ আলীর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে নালিতাবাড়ীর বিএনপির কর্মী সমর্থকবৃন্দ মানিনা মানবনা বলে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা নিবার্চনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি দলীয় প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে গত কয়েকদিন যাবৎ আলোচনা চলছিল। পরে দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে আশরাফ আলীকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান লিটনের নাম প্রকাশ পেলে নালিতাবাড়ীতে বিএনপির কর্মী সমর্থকবৃন্দ মানি না মানবনা বলে শহরে বিক্ষোভ মিছিল করে।
এসময় মিছিলে নেতৃবৃন্দের মাঝে অংশ গ্রহন করেন, জেলা বিএনপিন সদস্য ডাঃ আমিনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল মিয়া, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফেজ মোঃ নজরুল ইসলামসহ অন্যনান্য নেতৃবৃন্দ ও কর্মীসমর্থক। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বিক্ষোভ মিছিল হয়েছে খবর পাওয়া গেছে।