ঠাকুরগাও প্রতিনিধি : আমরা ঠাকুরগাও সীমান্তকে চোরাচালানমুক্ত করতে চাই। এজন্য সাংবাদিকদের প্রত্যক্ষ সহযোগিতা দরকার। সাংবাদিকদের কাছে এলাকার যে কোন তথ্য দ্রুত চলে আসে। সীমান্ত বিষয়ক যেসব তথ্য আপনাদের কাছে আসে সেগুলো দ্রুত আমাদের কাছে সরবরাহ করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। কথাগুলো বলেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মোস্তফা ,
বৃহসপতিবার দুপুর ১২টায় ঠাকুরগাও সেক্টর ও ৩০ বিজিবি দরবার হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও ৩০ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল কামাল আহমেদ।
সভায় সীমান্তে চোরাচালান বন্ধ বিএসএফের মানুষ হত্যা বিশেষত ফেনসিডিল চোরাচালান বন্ধের বিষয়ে বিষদ আলোচনা হয়।