শ্যামলবাংলা ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে টাইগারদের মান বাঁচানোর লড়াই আজ। এই শ্রীলংকার বিপক্ষেই ঘরের মাঠের সিরিজ দিয়ে বাংলাদেশের ছন্দপতনের শুরু। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিকদের শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ আবার সেই দলটিই। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ‘আরাধ্য’ জয়ের জন্য মরিয়া হয়ে থাকা বাংলাদেশ। এ ম্যাচেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় স্বাগতিকরা।
১৬ মার্চ এই ভেন্যুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ ‘সুপার টেন’ -এ খেলতে হলে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে স্বাগতিকদের। চলতি বছর এ পর্যন্ত টানা ছয়টি ওয়ানডে হারা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যর্থ। স্বাগতিকদের বিপক্ষে ৩২ রানের জয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মানসিকভাবে এগিয়েই রাখবে আফগানিস্তানকে।
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে তাই বাংলাদেশেরও একটা জয় চাই। তবে প্রতিযোগিতার একমাত্র অপরাজিত দল শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পাওয়াটা কিন্তু কঠিনই হবে। আসলে সময়টাই এখন ভীষণ খারাপ যাচ্ছে বাংলাদেশের। শেষ ম্যাচের প্রতিপক্ষকে এশিয়া কাপের আগেই ওয়ানডে সিরিজে দুইশ’ রানের নিচে বেধে রেখেও জয় আসেনি। আবার গত ম্যাচে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও ফলাফল সেই একই- হার। ব্যর্থতার গণ্ডি থেকে বেরুতে বৃত্ত ভাঙতে সব রকমের চেষ্টাই করছে বাংলাদেশ। ফলাফলে পরিবর্তন না এলেও গত ম্যাচের পাঁচ পরিবর্তনে কিছুটা হলেও কাজ হয়েছে। বৃহস্পতিবারও দলে দু-একটি পরিবর্তন আসতে পারে। চোটের কারণে বিশ্রাম দেয়া হয়েছিল পেসার রুবেল হোসেনকে। শফিউল ইসলামের জায়গায় ফিরতে পারেন তিনি। ছন্দে থাকা বাঁহাতি স্পিনার আরাফাত সানি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আব্দুর রাজ্জাক অথবা মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান ফিরেই ছিলেন দারুণ ফর্মে। কিন্তু চোট কাটিয়ে ফিরে এখনো ছন্দ খুঁজে পাননি রাজ্জাক। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেয়ার পর ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছেন রাজ্জাক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি মুশফিকের অন্যতম প্রধান অস্ত্র। তাই তার ছন্দে ফেরা ভীষণ জরুরি।