মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮ লিটার দেশীয় মদসহ বিরেশ বৈদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বহস্পতিবার ভোরে জুড়ী থানার মডেল স্কুলের পাশ্বে গোদাম সড়কস্থ শ্রী হরিপ্রসাদ চোহানস্থ রাস্তার স্মুখ থেকে অভিযান চালিয়ে হাতেনাতে ৮ লিটার মদসহ বিরেশ বৈদকে আটক করা হয়।
আটক বিরেশ বৈদ জুড়ী উপজেলার বাছিরপুর এলাকার পরেশ বৈদের ছেলে।
জুড়ী থানার উপসহকারী পরিদর্শক(এএসআই)প্রদিপকুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন আটক বিরেশ বৈদ্যর বিরুদ্ধে মাদক দ্রুত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।