নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে অটো বাইক চালক খুন হওয়ার ২৪ ঘন্টার মাথায় অটো বাইক উদ্ধারসহ তিন খুনিকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার সদর উপজেলার কামাদিয়া এলাকার আমির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০), এিকই এলাকার লাথু মিয়ার ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং নাটোর জেলার সদর উপজেলার রামগাছী এলাকার আব্দুল আজিজের ছেলে মানিক মিয়া (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত থেকে রোববার দিন ব্যাপি নাটোর জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় তাদের। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মোর্তূজা বলেন, গ্রেফতারকৃতরা রাজশাহী ও নাটোর জেলার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি বলেন, গত শুক্রবার দুপুরের দিকে মতিহার থানাধীন চক বেলঘরিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে রাজশাহী মহানগরীর অটো চালক সাইফল ইসলামের লাশ উদ্ধারের পর থেকে পুলিশ মাঠে নামে এ হত্যা কান্ডের রহস্য উদঘাটন করতে। তারই প্রেক্ষিতে পুলিশ নিশ্চিত হয় অটো বাইকটি ছিনতাই করতেই খুনিরা অটো চালক সাইফুলকে হত্যা করেছে। আর এ হত্যা কান্ডের আলামত হিসেবে পুলিশ অটো বাইকটি উদ্ধারের চেষ্টায় বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে চারঘাট মডেল থানা পুলিশ জানতে পারে একটি অটো বাইক নাটোর শহরে জনৈক ব্যক্তির হেফাজতে রয়েছে। আর এ তথ্যের ভিত্ততে শনিবার রাত ৮টার দিকে চারঘাট মডেল থানার অফিাসর ইনচার্জ খন্দকার গোলাম মোর্তূজার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শকনজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোর শহরে সাড়াশি অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে নাটোর শহরের দত্তপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া অটো বাইকসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে অটো বাইকটি তারা রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর এলাকার আকছেদ আলীর ছেলে রুবেল, তার ভাই মোবারকহোসেন ও একই এলাকার রিপনসহ আরো ৩/৪ জন অটোটি তাদের নিকট বিক্রি করেছে। পরে চারঘাট মডেল থানা পুলিশ চারঘাট থানার এ সংবাদ পাঠলে থানা পুলিশ মতিহার থানার সহযোগিতায় এ হত্যাকান্ডের মূীল নায়ক রুবেলকে মতিহার থানা এলাকা থেকে আটক করে। মামলার তদন্তকারী অফিসার নজরুল ইসলাম বলেন, নাটোর থেকে গ্রেফতার হওয়া তিন আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে চারঘাটের গোবিন্দপুর এলাকার আকছেদ আলীর ছেলে রুবেলকে মতিহার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি রুবেল পুলিশের নিকট স্বীকার করেছে তারা কয়েকজন মিলে অটো বাইক ছিনতাই করেছে এবং চালককে হত্যা করেছে।উলেখ্য, গত শুক্রবার দুপুর সাড়ে দশটারদিকে চারঘাট উপজেলার ইউসুপপুর ইউনিয়নের ফুদকিপাড়া এলাকার ফাঁকা মাঠ থেকে হাত পা ও মুখ বাধা লাশ উদ্ধার করা হয়।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)