কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ক্যাটাগরীতে খুলনা বিভাগের মধ্যে ১ম এবং সারাদেশের মধ্যে ২য় স্থান লাভ করায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আাজিজুন নাহার। এসময় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ আবু দাঊদ, কুষ্টিয়া জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ রাশেদুল ইসলাম বিপ্লব, হাসপাতালের কনসালটেন্ট ডাঃ রতন পাল, ডাঃ আঃ মান্নান প্রমুখ।
কুষ্টিয়া ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আাজিজুন নাহার বলেন, প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবলের অভাবের মধ্যেও আমাদের এই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল অসংখ্য মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে। যার ফলশ্র“তিতে আমরা খুলনা বিভাগে প্রথম এবং সারা দেশের মধ্যে ২য় স্থান লাভ করেছি। আগামীতে সারা দেশের মধ্যে প্রথম স্থান হওয়ার জন্য আরো ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করি। এতে উর্দ্ধতন সরকারী কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।