মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অপনা দেবী (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ মার্চ বুধবার রাত ৮ টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের দওগ্রাম নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অপনা দেবী শরিফপুর ইউনিয়নের দওগ্রাম এর বিজয় দেবনাথের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে তীরের সঙ্গে অপনা দেবীর লাশ ঝুঁলতে দেখে পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়।
পরে ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হোসেন থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন,
এটা হত্যা না আত্মহত্যা- তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।