তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় ‘মাছে ফরমালিনমুক্ত কুমিল্লা’- ঘোষণার কর্মপরিকল্পনা নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন কুমিল্লায় সহযোগিতায়, জেলা মত্স্য দপ্তর কুমিল্লা ও ‘মত্স্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টি প্রকল্প’-এর যৌথ আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন মত্স্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক এ কে এম সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, প্রকল্প পরিচালক ড. জিএম সামছুল কবীর, জেলা মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস আকন্দ, সহকারী জেলা মত্স্য কর্মকর্তা মো: শওকত আলী প্রমুখ। বাংলাদেশের কয়েকটি স্থানকে মাছে ফরমালিনমুক্ত এলাকা ঘোষণার লক্ষ্যে ঢাকার কয়েকটি বাজার, ভোলা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা জেলাকে বেছে নিয়ে তা কার্যকরের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারী ২০১৪ মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. সেলিনা আফরোজা ও মত্স্য অধিদপ্তরের মহা পরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ কুমিল্লা জেলায় সকল কালে ‘মাছে ফরমালিনমুক্ত কুমিল্লা’ ঘোষণার লক্ষ্যে মডেল বিবেচনায় কাজ করতে নির্দেশ দেন। সে লক্ষ্যেই জেলা প্রশাসন, পুলিশ, মত্স্যসহ সংশ্লিষ্ট সকল বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্ম পরিকল্পনার সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিভিন্ন কর্মকর্তাদের মতামত নিয়ে ‘মাছে ফরমালিনমুক্ত কুমিল্লা’ ঘোষণাটি কার্যকর করতে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কাজ শুরু করার জন্য কুমিল্লার জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়া সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। উল্লেখ্য কুমিল্লায় বিগত ২ মাস ধরে রাজগঞ্জ বাজারকে ফরমালিনমুক্ত রাখতে নানা কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।