কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঐহিহ্যবাহী রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দ্রুতগতিতে।
জানা যায়, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ঐহিহ্যবাহী বিদ্যালয়টির ১২৫ বৎসর পদার্পন উপলক্ষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে জমকালো এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আর এ কারণে কালীগঞ্জে বিভিন্ন ব্যস্ত রাস্তাগুলো পোষ্টার আর ব্যানারে ছেয়ে গেছে। বর্তমানে উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনার জন্য কালীগঞ্জকে পোষ্টারের নগরীতে পরিনত করলেও আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে করা পোষ্টারগুলো চোখে পড়ার মত। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলের দিকে জমকালো অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে চলছে বিদ্যালয়টির নিজস্ব ওয়েব সাইটে www.kpilot.com রেজিষ্ট্রেশন। বিশ্বের যে প্রান্তেই আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে চাইলেই সাইটটিতে রেজিষ্ট্রেশন করতে পারবে।