গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যাপদে মনোনয়ন পত্র দাখিলকৃত ২১ প্রার্থীর মধ্যে ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
অপরদিকে হলফনামার তথ্য পূরণ না থাকায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী সোহেল নিশান তাজ (আ’লীগ) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা রেজাউল বারী জানান, গতকাল বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে মুশফিকুর রহমান (বিএনপি) কবির সরকার (বিএনপি), আহমেদ সাইফুস সালেহীন সফা (বিএনপি), মিসেস হাসনা হাদী (বিএনপি), আশরাফ উদ্দিন বাদল (আ’লীগ), আলাল আহমেদ (আ’লীগ), ওবায়দুলাহ আনোয়ার বুলবুল (আ’লীগ), আতাউর রহমান (আ’লীগ) মাওলানা ইসমাঈল হোসেন সোহেল (জামায়াত), ক্বারী হাবিবুলাহ বেলালী (জাতীয় পার্টি), কামরুন নাহার সাহানা (স্বতন্ত্র)। ভাইস-চেয়ারম্যান পদে শাহ আব্দুলাহ আল-মামুন (বিএনপি), আজিমউদ্দিন আজিম (বিএনপি), আব্দুল কাইয়ুম (বিএনপি), মনিরুজ্জামান মনি (আ’লীগ), এডঃ শফিকুল ইসলাম (আ’লীগ), সাংবাদিক মোফাজ্জল আনসারী (স্বতন্ত্র), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তুহিনুর সুলতানা (বিএনপি), রেশমা আক্তার (আ’লীগ), রোকেয়া আফসারী শিখা (আ’লীগ) মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।