সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমে উঠেছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ৩য় দফায় উপজেলা নির্বাচনকে ঘিরে উত্সবমুখর পরিবেশে ভোটারদের মধ্যে রয়েছে আনন্দ, উদ্দীপনা। ভোটারদের কৌতূহলের শেষ নেই। এবারের উপজেলা নির্বাচনে কার ভাগ্যে আছে বিজয়ের মালা তা নিয়ে রয়েছে হাট-বাজার ও চায়ের টেবিলে ভোটারদের জল্পনা-কল্পনা। ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্দলীয় নির্বাচন হলেও উপজেলা পরিষদ নির্বাচন দলীয় নির্বাচনে রূপ নিয়েছে। বাবুগঞ্জে উপজেলা নির্বাচনে ৫ জন অংশ গ্রহন করা ৫ জন প্রার্থীও মধ্যে ৪ জনই সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীনভাবে জনপদ থেকে জনপদে ছুটে চলেছেন। বড় ধরনের সভা-সমাবেশ না করলেও গণসংযোগে প্রার্থীরা এখন ব্যস্ত। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে গ্রাম-গঞ্জের মোড়ে, হাটবাজার, চা-স্টলে সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে চুলছেড়া বিশে¬ষণ। বাবুগঞ্জ উপজেলায় ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ২৯৮ জন ও মহিলা ভোটার ৪৭ হাজার ৭৯৯ জন। এখানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নেতা সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার রয়েছেন টেলিফোন প্রতীক নিয়ে হার্ডলাইনে। কেননা, এখানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের একান্ত কাছের লোক বলে পরিচিত বজলুর রহমান মাষ্টার। এছাড়াও একজন আদর্শ শিক্ষক এবং সাবেক চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন এলাকায় রয়েছে ব্যাপক পরিচিতি। পাশাপাশি উপজেলার ৬ টি ইউনিয়নে ইতিমধ্যে তিনি ব্যাপক গনসংযোগ করে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অপরদিকে, ক্ষমতাসিন আ’লীগে এবার উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন একক প্রার্থী হওয়ায় লড়াই হবে হাড্ডা- হাডিড। দলীয়ভাবে বিএনপি থেকে ৫ জন মনোনয়ন পত্র কিনলেও মনোনয়ন পত্র পত্যাহার করেন নেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩ জন চেয়ারম্যান প্রার্থী । এর পরেও বিএনপিতে থেকে উপজেলা বিএনপি’র সহ সভাপতি কামরুল ইসলাম হিমু খান (দোয়াত কলম) ও বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খান ( আনারস) রয়েছেন মাঠে। বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খান সাংবাদিকদের বলেন, উপজেলা বিএনপির একটি বৃহত্তর অংশ তার সাথে রয়েছে ।