আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে এক সেচ যন্ত্রের পাহারাদারকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার কচুয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) নামের ওই পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে। পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা কান্ড ঘটতে পারে বলে জানাগেছে।
আত্রাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মৃত জাহাঙ্গীর আলম ঐ উপজেলার কচুয়া গ্রামের আলহাজ্ব আফাজ উদ্দিনের কৃষাণ জাহাঙ্গীর আলম প্রতিদিনের ন্যায় গত বুধবার (৫ মার্চ) রাতে খাবার খেয়ে বাড়ীর পাশে মাঠে সেচযন্ত্র (শ্যালো মেশিন) পাহারা দেওয়ার জন্য যায়। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এক ব্যক্তি ওই সেচযন্ত্রে গোসল করতে গিয়ে বেগুন খেতে জাহাঙ্গীরের গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
তার চিৎকারে আশেপাশের ও মাঠের কৃষি কাজের কর্মরত লোকজন ঘটনাস্থলে এসে জাহাঙ্গীরের লাশ সনাক্ত করে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে যান এবং নিহত পাহারাদার জাহাঙ্গীর আলমের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কচুয়া গ্রামের হাসিমুদ্দিন প্রাং এর ছেলে মোঃ রেজাউল ইসলাম লালু (৩৮) ও স্ত্রী লাকী (৩০) কে গ্রেফতার করে।
এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ সংবাদটি লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।