তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার অভ্যন্তরে রেজিস্ট্রেশবিহীন মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন আগে ক্রয় করা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করায় উপজেলায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে।
রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চলাচলের উপর প্রশাসনের তৎপরতা না থাকায় উপজেলায় ব্যাপকহারে নম্বরবিহীন মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৫-৬বছর পূর্বে ক্রয় করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন না থাকায় বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকান্ড ঘটছে বলে জানা গেছে। মোটরসাইকেল ক্রয় করার পর বাধ্যতামূলক ভাবে রেজিস্টেশন করার নিয়ম থাকলেও আত্রাইয়ে তা মানা হচ্ছে না। মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ছিনতায়ের ঘটনা। চলতি মাসে উপজেলার পাঁচুপুর গ্রাম হতে সোনার ব্যবসায়ীয় মোটর সাইকেল ছিনতাই করার চেষ্টা চলায় পিস্তল দেখিয়ে ছিনতাইকারীরা এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এরকম আলোচিত ঘটনা ছাড়াও টুকিটাকি দোকান-বাড়ীতে চুরীর ঘটনায় ঘটছে প্রতিনিয়ত।
এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক রেখে মামলা দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোড বসানো হচ্ছে। তিনি আরো জানান, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত থাকবে।