ads

সোমবার , ৩ মার্চ ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে করার ইঙ্গিত দিলেন সৈয়দ আশরাফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩, ২০১৪ ৬:৫৪ অপরাহ্ণ

ashraf_28শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামীতে উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয়ভাবে করার সুযোগ তৈরি করে আইন সংশোধনের ইঙ্গিত দিয়েছেন। ৩ মার্চ সোমবার দুপুরে রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ ওই ইঙ্গিত দিয়ে বলেন, স্থানীয় নির্বাচনে কেউ দলীয় প্রতীক ও দলের নাম ব্যবহার করতে পারবে না কেন? কেন লুকোচুরি থাকবে? বর্তমান আইনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন দলীয়ভাবে হওয়ার সুযোগ না থাকলেও প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে সব পর্যায়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা দেখা দেয়। চলমান উপজেলা পরিষদ নির্বাচনেও এই তৎপরতা দেখা গেছে।

Shamol Bangla Ads

সৈয়দ আশরাফ বলেন, গণমাধ্যমে বলা হয়, আওয়ামী লীগ এত পেল, বিএনপি এত পেল। কী করে বুঝব যে এরা আওয়ামী লীগ, তারা বিএনপি। এই অবস্থার পরিবর্তনে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন আইনটি পরীক্ষা করতে বলেছেন জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে গতিময় করতে আইন সংশোধন জরুরি। আশা করি, শিগগিরই একটি ড্রাফট বিল সংসদে তুলতে পারব। তিনি দাবি করেন, স্থানীয় সরকারকে রাজনৈতিক শাসন ব্যবস্থায় বাইরে যারা রাখতে চান, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন না।
তিনি আরও বলেন, আমাদের দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা চলছে। একটা হচ্ছে সংসদীয় শাসন, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। এক দেশে দুই ধরনের শাসন কেন থাকবে? স্থানীয় সরকারে এখন ব্যক্তির শাসন চলে। সংসদীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন করতে হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!