লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদরে পরিবহন সেক্টরে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার দুপুর সাড়ে ১২টার সময় বগুড়া থেকে আসা একটি ট্রাক থামিয়ে চালকের নিকট চাঁদা দাবী করায় তর্কবিতর্ক শুরু হয়। এ সময় পিকাপ চালক আরিফুর রহমানকে সহ পিটিয়ে গুরুতর আহত করে এবং লরীর সাধারন সম্পাদক আজাদকে শারিরীক ভাবে লাঞ্চিত করে। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ পনিবহন শ্রমিকরা সদরের মিশন মোড় সেনা মৈত্রী হর্কাস মার্কেটের সামনে লালমনিরহাট-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটক করে অবরোধ করে রাখে।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিকেল ৪টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।