ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজলোয় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৩ মার্চ সোমবার বেলা ১১ টায় বাইপাস মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জাতীয় মানবাধিকার রাজাপুর ইউনিটি। ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার ইউনিটি কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ মিরাজ খান, উপজেলা সভাপতি শাহাদাত হোসেন কাজল, সহ সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখর চন্দ্র হালদার জাকারিয়া সুমন, শাহ জাহান মোলা ও কাজল শরীফ প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থী,সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।