এম, এ করিম মিষ্টার, নীলফামারী : সরকার কর্তৃক শতকরা ১০ থেকে ২০ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের (বাসদ) যৌথভাবে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়ী মোড়ে এক সমাবেশে মিলিত হয়। জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সমাবেশে আতিয়ার রহমান, ইউনুস আলী, উদাস রায়, ডা. প্রাণ কুমার রায় ও চঞ্চল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্রীয় খাতের বন্ধ হওয়া বিদ্যুৎ প্লান্ট গুলো মেরামত, নাবয়ন ও স¤প্রসারণের পথ পরিহার করে তেল বিত্তিক বিদ্যুৎ উপদান ও কুইক রেন্টালের পথ বেছে নিয়ে ব্যয়ের বোঝা বাড়িয়েছে এই সরকার। আর এই ব্যয়ের বোঝা সরকার টানতে না পেরে দেশের সাধারণ জনগণের ঘাড়ের উপর চাপানো হচ্ছে। যার দরুন তারা আবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।’ বক্তারা বর্তামান সরকারের দৃষ্টি আর্কষণ করে বলেন, আপনারা বিগত পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় জনমত উপেক্ষা করে ছয়বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলেন এবং বাগড়ম্বর বিদ্যুৎ উৎপাদনের কথা প্রচার করে জনগণকে স্বল্প মূল্যে নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছিলেন। আবার ক্ষমতায় এসে স্বল্প মূল্যে বিদ্যুৎ না দিয়ে দাম বাড়ানো পাঁয়তারা লিপ্ত হয়েছেন। দেশের জনগণকে আর উপেক্ষিত করবেন না। তাই বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণের পকেট কাটা পথ পরিহার করুন।