বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশাল ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক চীপ হুইপ আবুল হাসানাত আবদুলাহ বলেছেন,বাবুগঞ্জ উপজেলাসহ এ অঞ্চলের উন্নয়ন চাইলে আসন্ন উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আ’লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আ’লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। তিনি গতকাল সোমবার সকাল ১১ টার সময় বাবুগঞ্জ উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আগামী ১৫ মার্চ বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ এই বর্ধিত সভায় বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. খলিফা সাইদুর রহমানে’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বরিশাল ২ আসনের সাংসদ তালুকদার মোঃ ইউনুচ, আ’লীগ প্রবীন নেতা সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগ সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। আ’লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার-উজ-জামান মিলন’র পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়াম্যান প্রার্থী এস.এম খালেদ হোসেন স্বপন, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, জেলা যুবলীগ নেতা শাহরিয়ার আহম্মেদ শিল্পী, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার-উজ-জামান মিলন , উপজেলা আ’লীগ সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহিন শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতী, সম্পাদক মাসুদ করিম লাভলু ,উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রত্তন আলী শরীফ , কৃষক লীগের সাধারন সম্পাদক জাহিদুর রহমান শিকদার , শ্রমিক লীগের সম্পাদক তাওহীদ হোসেন,সেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু,ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া,আ’লীগ নেতা মোস্তাক আহম্মেদ রিপন,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিফাত জাহান তাপসী , ছাত্র লীগ নেতা ফায়জুল হক,রাশেদ মিরাজ,পনির প্রমূখ। সভায় উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনিত ৩ প্রার্থীদের হাত উঠিয়ে জনতার সামনে পরিচয় করিয়ে দেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক চীপ হুইপ আবুল হাসানাত আবদুলাহ।
অপরদিকে, সভায় বর্তমান উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. খলিফা সাইদুর রহমান শারিরিক ভাবে অসুস্থ থাকার কারনে সভাপতির পথ থেকে অব্যাহতি পত্র জমা দেন জেলা সভাপতি’র কাছে। ওই বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সকল নেতা কর্মীদের সিদ্ধান্ত মোতাবেক সাবেক উপজেলা আ’লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল কে উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। বর্ধিত সভায় উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আ’লীগ,যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ,ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থীদের উঠান বৈঠক ও গণসংযোগ অব্যহত
১৫ মার্চ অনুষ্ঠিত হবে বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার সর্বাত্বাক কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীনভাবে জনপদ থেকে জনপদে ছুটে চলেছেন। বড় ধরনের সভা-সমাবেশ না করলেও গণসংযোগে প্রার্থীরা এখন ব্যস্ত। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায়
আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন (কাপ পিরিচ) মার্কার প্রতীক নিয়ে দিনভর গনসংযোগ করেন এবং বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন।এছাড়াও গতকাল চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মে খানে’র সমর্থনে মাধবপাশা ইউপি চেয়ারম্যান অহেদুল ইসলাম খান মাধবপাশা ইউনিয়নের সাতমাইল,ক্যাডেট কলেজ, হিজলার পোল, ছাতিয়া, প্রতাপপুর, পলী বিদ্যুৎ ব্যপক গণসংযোগ করেন। এসম উপস্তিত ছিলেন সাবেক ইউপি সদস্য শামসুল হক জেমাদ্দার,আলতাফ হোসেন,মন্টু খান,আঃ মালেক তালুকদার,বাবুল তালুকদার প্রমূখ।অপরদিরক ১৯ দল মনোনীত প্রার্থী কামরুল আহসান খান হিমুর (দোয়াত কলম) প্রতীকের সর্মথনে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ও রহমতপুর কেদারপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। উপজেলা চেয়ারম্যান প্রার্র্থী বজুলর রহমান মাষ্টার (টেলিফোন) প্রতীকে উপজেলার মাধবপাশা, রাকুদিয়া নতুন হাট , চাদঁপাশা, আগরপুর, রহমতপুর ব্যাপক গনসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।