টাঙ্গাইল প্রতিনিধি : স্বাধীনতার ইস্তেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ বলেছেন, ১৯৭১ সালে এই দিনে (৩মার্চ) আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে কি ভাবে দেশ চলবে,পতাকার রং ও সাইজ সহ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা, দেশ কিভাবে যুদ্ধ করে স্বাধীন করা যায় এ সব কিছু ইশতেহারে লিপিবদ্ধ ছিলো। বঙ্গবন্ধুকে সামনে রেখেই পল্টন ময়দানে বিকাল ৩টায় বিশাল জনসভায় স্বাধীনতা ইস্তেহার পাঠ করেছিলাম। এ সময় উপস্থিত ছিলো তোফায়েল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, আ.স.ম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কদ্দুস মাখন সহ সর্বস্থরের জনতা উপস্থিত ছিলো। তিনি সোমবার সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী কলেজ আয়োজিত ”অভিনন্দন ও আলোচনা” সভায় প্রধান অতিথীর বক্তিতায় তিনি আবেগে আপ্লিত হয়ে এসব কথা বলছিলেন। বীর মুক্তিযুদ্ধা এমএ মালেক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,কেন্দিয় বিএনপির নির্বাহী সদস্য রাবেয়া সিরাজ, শাজাহান সিরাজ প্রতিষ্ঠিত কালিহাতী কলেজের অধ্যক্ষ আ.রহিম, সা”দত বিশ্ববিদ্যালয়ের সাবেক জি.এস জিন্নাহ্,কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তাছির আহম্মেদ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার শেখ শফিকুল ইসলাম, সাবেক পৌর বিএনপির নেতা আ.জব্বার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম ও পৌর জাসাস এর সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ । এসময় কলেজের সকল অধ্যাপক,ছাত্র/ছাত্রীরা,অসংখ্যক ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে কালিহাতী কলেজ মাঠে কিংবদন্তী শাজাহান সিরাজ সকাল পৌনে ১১টায় পতাকা উত্তোলন করেন।