নরসিংদী প্রতিনিধি : রবিবার রাতে নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেটিক দল এতে অ্যাক্রোবেট প্রদর্শন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। জেলা কালচারাল অফিসার সাহেলা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমীর আহবায়ক কমিটির সদস্য নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সরোজ কুমার সাহা, শেফালী বেগম প্রমুখ। শিল্পকলার অ্যাক্রোবেটরা অত্যন্ত নৈপূন্যের সাথে অ্যাক্রোবেট প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। প্রদর্শনীতে ব্যাপক সংখ্যক লোক অংশগ্রহণ করে। শো-প্রদর্শনে অ্যাক্রোবেটিক দলের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান সুজন ও জেলা শিল্পকলা একাডেমীর অফিস সহকারী মোঃ আরমান মিয়া নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেন। এ শো-প্রদর্শনের জন্য উপস্থিত দর্শকবৃন্দ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে নরসিংদী এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থার জন্য দৃষ্টি দেয়ার আহবান জানান।