নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩রা মার্চ বেলা ২ টায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের কুন্দারহাটে আলহাজ্ব খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুঞ্জুরুল ইসলাম রাজু, ব্যবসায়ী আ.বারীক, ফিরোজ আলম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কুন্দারহাট শাখার সেক্রেটারী বাবলু মোলা, ছাত্রশিবির নেতা তাজাম্মুল হক, আ.কাদের, সমাজ সেবক শফিকুল ইসলাম ও আ.সাত্তার প্রমুখ।