নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এক ছেলেধরাকে জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।
জানা গেছে, ২ মার্চ দুপুর ২ টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মোয়াজ্জেম হোসেনের ৭ বছর বয়সি ছেলে জিহাদ হাসান নিরব কাথম মোড়ে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় লোকমান হোসেন নামে এক ছেলেধরা নিরবকে কৌশলে মুড়ি খাওয়ায়। এরপর একটি যাত্রীবাহী বাসে তুলে নিয়ে সিংড়া উপজেলার কালিগঞ্জের অভিমুখে নিয়ে যেতে লাগে। তখন তার মা নাছিমা খাতুন বিষয়টি টেরপেয়ে জিয়াউল হকের মোটরসাইকেল যোগে নামুইট বাসস্ট্যান্ডে গিয়ে স্থানীয় জনতাকে বিষয়টি জানায়। এরপর জনতা ওই বাস থেকে নিরবকে উদ্ধারসহ ছেলেধরা লোকমান হোসেনকে আটক করে। তারপর নন্দীগ্রাম থানা পুলিশকে ওই বিষয়টি অবহিত করলে সেখান থেকে পুলিশ নিরবকে উদ্ধার ও লোকমান হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। লোকমান হোসেন নাটোরের সিংড়া উপজেলার জিয়াপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে বলে জানা যায়।