ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সিভিল সার্জন কার্জালয়ের সভা কক্ষে যক্ষা প্রতিরোধ বিষয় ত্রৈমাসিক পর্যালোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সোমবার সকাল ১০ টায় সিভিল সার্জান ডা: মাসুম আলীর সভাপতিত্বে ওই সভায় বরিশালের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: মো: সামসুল হক প্রধান আতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ডা: মো: মোস্তাক আল মেহেদি। রিসোর্স পারসন ঠিলের ডাক্তার নরেন্দ্রনাথ দেউরী ও ডাক্তার আনোয়ারুল আজাদ। অন্যদের মধ্যে সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবির সহ অন্য ৪ উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। এই সভায় স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধি ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ৩৫ জন অংশগ্রহণ করেছে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী প্রকল্প এতে সহযোগীতা করেছে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)