রাজশাহী প্রতিনিধি : রবিবার রাত ৮ টার সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান চারঘাট উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। ১০ ফেব্রুয়ারি তারিখ আনিত অভিয়োগে অভিযুক্ত হওয়ায় তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। ক্লান্ত চোখে শারীরিক অসুস্থতাকে উপেক্ষ করে গণসংযোগে সাধারণ জনতার সামনে বক্তব্য পেশ করেন তিনি। ৩ মার্চ গণসংযোগে তিনি বলেন, ২২ দিন হাজত বাস অতিবাহিত করার পর আমি আপনাদের সাথে মতবিনিময় করতে পারছি এটা আলাহ অশেষ রহমত। বিগত আ’লীগ সরকারের সময় ও আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। কিন্তু আমার ইচ্ছ থাকলেও তৎকারীন সরকারের কারণে উন্নয়ন মূলক কাজ করতে পারিনি। বিগত দিন গুলোতে আ’লীগ সরকারের পাশাপাশি র্যাব, পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছি তদুপরি আমি আমার বিএনপি দলনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মত কাজ করে যাচ্ছি। দেশের বিভিন্ন উপজেলায় বিএনপি এর ঐক্য জোট জয়ী হয়েছে। এতে প্রমাণ হয় দেশবাসী আ’লীগ না বিএনপি কে ভালবাসে। বর্তমানে দেশের জনগণ সচেতন তথা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এবং অন লাইন মিডিয়া যথেষ্ট ততপর। এদের চোখকে আড়াল করে কোন কিছুর লুকচুরি নিষ্পত্তি করা অসম্ভব। বর্তমানে আ’লীগ সরকারের কারণে কেউ স্বাধীন চেতনায় কাজ করতে পারছে না। গণসংযোগ এর সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।