কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে একটি মাছের ঘের দখল নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা ওই ঘেরে কীটনাশক প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ মেরে দিয়েছে। এই ঘটনায় ৩ জনের নামে থানায় মামলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার মোড়ল গঞ্জের সুতালরী গ্রামের ঘের ব্যবসায়ী হাজী রুহুল আমিন ৫ বছর আগে কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ছোট খাল এলাকার ১১৫ জন জমির মালিকের ১২০ বিঘা জমি ৫ বছর মেয়াদে লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। হাজী রুহুল আমিন জমির মালিকদের হারির টাকা নিয়মিত পরিশোধ করার কারণে মালিকরা তার কাছে ২য় মেয়াদে ওই ঘের পুনরায় লিজ প্রদান করেন। এলাকার একটি প্রভাবশালী মহল ওই ঘের থেকে তাকে উচ্ছেদ করতে নানা রকম ষড়যন্ত্র করতে থাকে। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যার নং-৭১৯। এতে আসামিগন ক্ষিপ্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারী রাতে ওই ঘেরে কীটনাশক প্রয়োগ করে। ফলে ঘেরে থাকা রুই, কাতলা, মৃগেল, গলদা চিংড়িসহ ৫ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। এ ঘটনায় হাজী রুহুল আমিনের ভাইপো রুমি শিকদার বাদী হয়ে বিষ্ণুপুর গ্রামের আবুল কাশেম সানা, মতিনুর মোড়ল ও হোসেন সরদারকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। যার নং -১৯। এদিকে গত ৫ দিনেও আসামিরা আটক না হওয়ায় তারা বাদীকে মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেলোয়ার হোসেন বলেন, আসামিরা পলাতক থাকায় আটক করা সম্ভব হচ্ছেনা। অভিযান অব্যাহত রয়েছে।