আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন ৫জন প্রার্থী। জামানত হারানো প্রার্থীদের মাঝে রয়েছেন ২জন চেয়ারম্যান প্রার্থী, ২জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
এবিষয়ে আত্রাই উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, অর্জিত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় এ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা চেয়ারম্যান বিথীন্দ্রনাথ সাহা (ঘোড়া) ও বাউল আজাহার আলী (হেলিকপ্টার) তাদের জামানত হারিয়েছেন। এছাড়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার জাহান লাকী (হাঁস) এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনজুরুল আলম মিলন (চশমা) ও এমদাদুল হক টগর (টিয়াপাখি) জামানত হারিয়েছেন।