ঝালকাঠি প্রতিনিধি : আরটিভির ঝালকাঠি জেলা ক্যামেরাম্যান,অনলাইন শ্যামলবাংলা২৪ডটকম এর ঝালকাঠি প্রতিনিধি, কাঠালিয়া উপজেলার দৈনিক বরিশালের আজকাল, বাংলাদেশ সময়,ঝালকাঠি বার্তার প্রতিনিধি ও কাঠালিয়া প্রেসক্লাবের সমাজ কল্যান সম্পাদক,কচুয়া সূর্য্য তরুন ক্রীড়া সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নাসির উদ্দিন আকাশের কচুয়া বাজারের নিজ ঘর থেকে রবিবার বিকালে তার একটি ল্যাপটপ,একটি মোবাইল,একটি মডেম ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক কার্ড ২টি ব্যাংকের টাকা তোলার চেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন কাগজ চুরি করে নিয়ে যায়। অনেক খোজা-খুজি করে না পেয়ে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার ও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার নির্দেশে মোঃ আব্দুল জব্বার মাওলানার কাছে বিষয়টি খুলে বললে তিনি বিভিন্ন তদবির দিলে আধা ঘন্টার মধ্যে চোর চক্র চুরি হওয়া ল্যাপটপ এর ব্যাগটি কচুয়া বাজারের একটি পরিত্যাক্ত ঘরে ফেলে রাখে।