লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলে ভাইয়ের বিদ্রোহী প্রার্থী ভাই। ২ মার্চ রবিবার দুপুরে উভয় দলের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা এ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহাম্মেদ (আ’লীগ), বিদ্রোহী প্রার্থী হয়েছেন আপন বড় ভাই করিম উদ্দীন পাবলিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা রশীদুজ্জামান আহম্মেদ (আ’লীগ বিদ্রোহী)। কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম(বিএনপি) বিদ্রোহী প্রার্থী হয়েছেন অপান চাচাত ভাই জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল(বিএনপি বিদ্রোহী) অপর দিকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মুর্তুজা (আ’লীগ বিদ্রোহী) ও আব্দুল মান্নান(ইসলামী শাসনতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন, মহিউল ফারুক বুলবুল(স্বতন্ত্র), উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু তালেব আলবানী(জাপা), রাশেদুল হক(স্বতন্ত্র), আবুল কালাম আজাদ(বিএনপি), নুরন্নবী হিরু(স্বতন্ত্র), উপজেলা জামায়াতে আমির আব্দুল লতিফ মাষ্টার(জামায়াত), কমল কৃঞ্চ সরকার(স্বতন্ত্র) ও নজরুল ইসলাম(স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান মহিলা পদে মনোনায়ন জমা দিয়াছেন মোছাঃ সাবিনা বেগম(আ’লীগ) মোছাঃ চায়না বেগম(বিএনপি),মোছাঃ মেহেতারা আক্তার বানু(স্বতন্ত্র) মোছাঃ সাহিদা আক্তার(স্বতন্ত্র), মোছাঃ শেফালী বেগম(স্বতন্ত্র)।