লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার ১১টার দিকে অত্র জেলার বিএনপির কার্যালয়ে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে রংপুর বিভাগীয় বিএনপির সাংঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলূ প্রার্থীতা ঘোষণা করেন। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জাহাঙ্গীর আলমকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। জেলা সংঠনিক সম্পাদক, রোকন উদ্দিন বাবুল বলেন, এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্বেও মনোনয়ন বোর্ড প্ররোচিত হয়ে তাকে দলীয় মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত করেছেন। দলীয় এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন। তিনি আশা করেন তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে মনোনয়ন বোর্ড তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তাকে মনোনয়ন দিবে।