মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক শাহীন মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রোববার ভোরে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ফতেপুর ইউনিয়নের মনিয়ার পাড় গ্রামের মবশির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার রাতে মোকামবাজার এলাকায় বেতাউঞ্জা গ্রামের ইউপি সদস্য কমর উদ্দিনের সঙ্গে মনিয়ার পাড় এলাকার শামীম আহমদের পূর্ব বিরোধের জের ধরে শামীমের পক্ষ নিয়ে সংঘর্ষে শাহীন মিয়া মারাত্মক আহত হন।
পরে আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে হাসপাতালে শাহীনের মৃত্যু হয় ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।