তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাদিপুর সমাজ কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উৎসব মুখর পরিবেশে সাদিপুর সমাজ কল্যাণ সমিতির হল রুমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রেজওয়ানুল হক (রেজা) সভাপতি ও রায়হান শরিফ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন। নির্বাচন শেষে বিকাল ৫টার দিকে ফল প্রকাশ করেন তানোর সমাজ সেবা অফিসের প্রতিনিধি মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম।
তবে, ওই সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদ থাকলেও মাত্র ৪টি পদে নির্বাচন হয়। এদের মধ্যে সভাপতি পদে রেজওয়ানুল হক রেজা (ছাতা) ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে রায়হান শরিফ (সাইকেল) ১১৭ ভোট পান। এছাড়া সমাজ কল্যাণ সম্পাদক পদে ডাক্তার মনিরুল ইসলাম ও যুগ্ন সাধরন সম্পাদক পদে আবু তালেব নির্বাচিত হন। অন্যরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে আগামী দুই বছরের জন্য সমিতির কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়।